উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ট্রাম্পের নির্বাচনী প্রচারণার তথ্য চুরির অভিযোগ

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার কিছু তথ্য চুরির অভিযোগ উঠেছে ইরানের হ্যাকারদের বিরুদ্ধে। পরে সেগুলো ডেমোক্রেটিক পার্টির প্রচারণার সঙ্গে যুক্ত কয়েকজন ব্যাক্তির কাছে পাঠানো হয়।

স্থানীয় সময় বুধবার (১৮ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-এফবিআই, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এবং ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয়।

গত জুন-জুলাই মাসে ট্রাম্প শিবিরের এসব তথ্য চুরি করে কিছু অযাচিত ইমেইলে তৎকালীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেনের কাছে পাঠানো হয়।

এর আগেও ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছিল। তবে তেহরান এসব ঘটনা অস্বীকার করে আসছে।

এফএস

এই সম্পর্কিত অন্যান্য খবর