উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

ভারতের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যিক সম্পর্কে ভারতকে অসদাচরণের দায়ে অভিযুক্ত করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

কী কারণে এ অভিযোগ, তা স্পষ্ট করেননি রিপাবলিকান নেতা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'চমৎকার' ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন তিনি।

মঙ্গলবার মিশিগানে নির্বাচনী প্রচারের এক পর্যায়ে জানান, আগামী সপ্তাহে মোদির সঙ্গে দেখা করবেন। যদিও কোথায় বসবেন, তা জানাননি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দেখা যেতে পারে দুই নেতাকে। এ কথা জানান ট্রাম্প। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত হোয়াইট হাউজে থাকাকালীন ট্রাম্প-মোদির সম্পর্ক বেশ উষ্ণ ছিল।

২০২০ সালে ভারতে সফর করেছিলেন ট্রাম্প, তার জন্য বিশাল সমাবেশের আয়োজন করেছিলেন মোদি।

এই সম্পর্কিত অন্যান্য খবর