মার্কিন কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি এ তথ্য জানিয়েছে। চলতি মাসের ৬ তারিখ পর্যন্ত সাতদিনে আগের সপ্তাহের তুলনায় করোনার রোগী ছিল অপ্রত্যাশিত মাত্রায় বেশি। এছাড়া ক্যালিফোর্নিয়ায় বর্জ্য পানি পরীক্ষা করে করোনার উচ্চ সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
আরকানসাস, ফ্লোরিডা, মেরিল্যান্ড, নেভাডা, ওরিগন ও টেক্সাসেও সংক্রমণের মাত্রা 'অনেক বেশি' বলে জানানো হয়েছে। গেলো শীতের পর এবারই সংক্রমণ সবচেয়ে বেশি।
কারণ হিসেবে করোনা ভাইরাসের রূপ পরিবর্তনকে দায়ী করছে সিডিসি। সংক্রমণের ঝুঁকি এড়াতে ছয় মাস ও এর বেশি বয়সী প্রত্যেককে নতুন টিকা নেয়ার পরামর্শ দিচ্ছে সংস্থাটি।