চলতি সপ্তাহের শুরুতে ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানে চার মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিল। ঝড়ের কবলে প্রাণহানি হয় অন্তত ১১ জনের। গেল শুক্রবার কিছুটা শক্তি হারালেও মেক্সিকোর উপকূলীয় অঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালায় হ্যারিকেনটি। বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে হাজারও ঘড়বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠান।
এর পরপরই যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় সতর্কতা জারি করে ন্যাশনাল হ্যারিকেন সেন্টার। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে আবারও শক্তি সঞ্চয় করতে পারে ঝড়টি। এতে করে চরম পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে পারে টেক্সাস।