উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

তীব্র দাবদাহে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চল

তীব্র তাপদাহে পুড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও টেক্সাসসহ বেশকটি রাজ্যের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপর। লাস ভেগাসে তাপমাত্রা পৌঁছেছে রেকর্ড ৪৪ ডিগ্রিতে।

তীব্র গরমে নাজেহাল ৩ কোটির বেশি বাসিন্দা। মানুষজন আশ্রয় নিচ্ছে ছায়াযুক্ত স্থানে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস, অ্যারিজোনা রাজ্যের সবচেয়ে বড় শহর ফিনিক্সের তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে উঠার সম্ভাবনা আছে। এর ফলে রাজ্যের জনপ্রিয় হাইকিং ট্রেইল বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

অতিরিক্ত গরমের কারণে সতর্কতা জারি করা হয়েছে প্রায় এক-তৃতীয়াংশ বাসিন্দার ওপর। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। আগামী এক সপ্তাহে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে কুলার ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় লোডশেডিং বেড়েছে টেক্সাসে।

এসএস