গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, করন ব্রার (২২), কামাল প্রীতি সিং (২২) ও করন প্রীতি সিং (২৮)। কানাডা পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, তিনজনই আলবার্টার এডমনটন এলাকায় বসবাস করতেন। তাদের বিরুদ্ধে বেআইনি হত্যা ও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে বলে আদালতের রেকর্ডে দেখা যাচ্ছে।
পুলিশ জানিয়েছে তারা তিনজনই তিন থেকে পাঁচ বছর ধরে কানাডায় বসবাস করছেন। পুলিশ আরও বলছে যে তদন্ত অব্যাহত আছে এবং এর মধ্যে ভারত সরকারের যোগসূত্র থাকার বিষয়টিও রয়েছে।
অ্যাসিস্ট্যান্ট কমিশনার ডেভিড টেবোল বলেছেন, 'এ বিষয়গুলো নিয়ে আলাদা ও স্বতন্ত্র তদন্ত চলছে। আর অবশ্যই সেটি শুধু আটক করা ব্যক্তিদের জড়িত থাকার বিষয় নিয়েই নয়।'
গত বছরের জুনে পঁয়তাল্লিশ বছর বয়সী হরদীপ সিং নিজ্জরকে ভ্যাংকুভার শহরতলীতে এক ব্যস্ত গাড়ি পার্কিং এলাকায় মুখোশধারী বন্দুকধারীরা গুলি করে হত্যা করে।
এ ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ হত্যাকাণ্ডের পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে অভিযোগ করলে দু'দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। তবে দিল্লি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে টরন্টো।
সূত্র: বিবিসি