নির্বাচনে ট্রাম্পের পাশে নেই পেন্স

0

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিবেন না বলে ঘোষণা দিয়েছেন মাইক পেন্স। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক স্বাক্ষাৎকারে এ কথা জানান ট্রাম্পের সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।

২০২১ সালে ক্যাপিটল হিলে হামলার পর পরই চিড় ধরে ট্রাম্প-পেন্স সম্পর্কে। সে সময় নির্বাচনের ফলাফল উল্টে দেয়ার প্রক্রিয়ায় বিরোধিতা করেন মাইক পেন্স। তাই ট্রাম্পের কটাক্ষের শিকার হন তিনি। এমনকি দাঙ্গায় অংশ নেয়া ট্রাম্প সমর্থকরা স্লোগান দেন সাবেক ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে।

ফক্স নিউজের স্বাক্ষাৎকারে পেন্স জানান ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে তিনি ও তার পরিবার বিপদের সম্মুখীন হয়েছিলেন। তবে ট্রাম্পের পাশাপাশি বাইডেনও সমর্থন পাচ্ছেন না মাইক পেন্সের। বরং হেভিওয়েট দুই প্রার্থীর বদলে তৃতীয় কোনো প্রার্থীকে সমর্থন দেয়ার কথা জানান তিনি।

এসএসএস