নিখোঁজ ১৪ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান চলছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। অন্যদিকে হুলুডাও শহর থেকে ৫০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বন্যায় এরইমধ্যে অঞ্চলটির অসংখ্য সড়ক ও ব্রিজ ভেঙে গেছে বলেও জানা গেছে।
বন্যার্ত এলাকায় ত্রাণ সরবরাহ কার্যক্রম চলছে। বন্যায় আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নিয়ে কাজ করছে সাড়ে ছয়শোর বেশি উদ্ধারকর্মী। প্রদেশটির জন্য প্রায় ৩ কোটি ডলার তহবিল বরাদ্দ করেছে চীনের কেন্দ্রীয় সরকার।