যুদ্ধ , মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইসরাইলের হামলায় ইরানের ৫ সেনা কর্মকর্তা নিহত

প্রতিশোধের হুমকি ইরানের

শনিবার (২০ জানুয়ারি) সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরানের পাঁচ সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিয়েছে তেহরান।

ইসরাইলি হামলায় নিহতদের সবাই ইরানের অভিজাত সশস্ত্র বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সদস্য ছিলেন। ইসরাইল-হামাস যুদ্ধ অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যেই হামলা হলো সিরিয়ায়।

অবরুদ্ধ গোলান উপত্যকায় সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে একটি আবাসিক এলাকায় ইসরাইলি বাহিনী এ হামলা চালিয়েছে বলে অভিযোগ দামেস্কের।

একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বলেছেন, ইসরাইলের এ হামলার পর আর চুপ থাকবে না ইরান; দেবে শক্ত জবাব। সিরীয় সেনাবাহিনীতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন নিহত ইরানি সেনারা।