চিড়িয়াখানায় আশ্রয় নিয়েছে গাজার বাসিন্দারা

মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইসলাইলে হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় খুঁজছে গাজার মানুষ। রাফা সীমান্তে একটি চিড়িয়াখানায় পশুপাখির সঙ্গে অনেকের ঠাঁই হয়েছে। সেখানে খাবার ও পানির সংকটে অনাহারে পশুপাখি মরতে বসেছে।

খাঁচার ভেতর বানর, সিংহ ও পাখিদের অনাহারে দিন কাটছে। প্রতিদিনই এসব নিরীহ প্রাণি অসুস্থ হয়ে পড়ছে। তাদেরকে বাঁচিয়ে রাখতে টমেটো ও পানিতে ভেজানো শুকনো রুটি খাওয়ানো হচ্ছে।

এক ফিলিস্তিনি বলেন, এখানকার পরিস্থিতি খুবই দুঃখজনক। খাবার, জল ও ওষুধের অনেক অভাব। খাবারের অভাবে চিড়িয়াখানার চারটি বানর মারা গেছে। বেঁচে থাকা বানরের অবস্থা অনেক করুণ!

আরেকজন বলেন, সিংহগুলোর ওজন কমে অর্ধেক হয়েছে। কারণ, আমরা খাবার দিতে পারছি না। আগে প্রতিদিন খাওয়াতাম, এখন প্রতি সপ্তাহে একবেলা সিংহদের খাবার দিই। প্রাণিগুলো শুধু বেঁচে থাকার জন্য লড়াই করছে। এই দৃশ্য সত্যিই বেদনাদায়ক।

চিকিৎসকরা জানান, অনাহার, দুর্বলতা ও রক্তস্বল্পতার কারণেই পশুপাখি মারা যাচ্ছে।

প্রায় ১২ সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতে গাজায় সব ধরনের খাবার, ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বন্ধ রেখেছে ইসরাইলি বাহিনী। এক প্রতিবেদনে জাতিসংঘ সতর্ক করেছে, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে গাজার বাসিন্দারা।