স্থানীয় সময় মঙ্গলবার জেনারেল কিরিলোভ তার আবাসিক ভবন থেকে বের হওয়ার সময় বোমাটি বিস্ফোরণ হয়।
রুশ সংবাদমাধ্যম তাস জানায়, বোমার ভেতরে প্রায় ৩০০ গ্রাম বিস্ফোরক দ্রব্য ছিল এবং দূর থেকে এর বিস্ফোরণ ঘটানো হয়।
হামলার দায় স্বীকার করে ইউক্রেন জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মস্কোর নিউক্লিয়ার, বায়োলজিক্যাল ও কেমিক্যাল ডিফেন্স ফোর্সের প্রধানের দায়িত্বে ছিলেন লেফট্যানেন্ট জেনারেল ইগর কিরিলোভ।
রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায়ে তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য, কানাডাসহ বেশকিছু দেশ।