ইউরোপ
বিদেশে এখন
0

রাশিয়ার অভিযানে ৪৩ হাজার সেনা নিহতের দাবি ইউক্রেনের

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির ৪৩ হাজার সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগ্রাসন শুরুর পর থেকে ৩ লাখ ৭০ হাজার সেনা আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি জানান, এই যুদ্ধে রাশিয়ার ১ লাখ ৯৮ হাজার সেনা নিহত হয়েছে।

কিয়েভ আর মস্কো দুই পক্ষই সেনা হতাহতের দাবি করলেও কোনো পক্ষের তথ্যের এখনও সত্যতা যাচাই করা যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই যুদ্ধে ইউক্রেনের ৪ লাখ আর রাশিয়ার ৬ লাখ সেনা নিহত ও আহত হয়েছেন।

এএইচ