ইউরোপ
বিদেশে এখন
0

রেল স্টেশনের ছাউনি ধসে সার্বিয়ায় নিহত ১৩

সার্বিয়ায় একটি রেলও স্টেশনে থাকা কংক্রিটের ছাউনি ধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ১ নভেম্বর) এ ঘটনা ঘটে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদের এই ঘটনায় ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সার্বিয়ার রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি জানায়, শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে রেল স্টেশনের প্রবেশমুখে ৩৫ মিটার দৈর্ঘ্যের ছাউনিটি ধসে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জরুরি উদ্ধারকারী সংস্থার কমপক্ষে ৮০ কর্মী। তবে উদ্ধার করা ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দুর্ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। সার্বিয়ান প্রেসিডেন্ট জানান, সংস্কার শেষে ৩ মাস আগে স্টেশনটি পুনরায় চালু করা হয়। তবে ছাউনিটি সংস্কার করা হয়নি।

ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় না দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। নিহতদের স্মরণে ১ দিনের শোক চলছে সার্বিয়ায়।

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর