শতবছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে ইউরোপের দেশ রোমানিয়ায়। গালাতি অঞ্চলে অন্তত ৭০০ বাড়ি প্লাবিত হয়েছে। বাড়িঘর-রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট যেমন পানির নিচে তলিয়ে আছে, তেমনি অনেক স্থাপনা ও রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপর্যয় নেমে এসেছে। যোগাযোগ ব্যবস্থায় নেমে এসেছে স্থবিরতা।
বৃষ্টির পানির ভয়াবহ স্রোতে আগ্রাসী রূপ নিয়েছে ইউরোপের বন্যা পরিস্থিতি। নাজুক অবস্থা পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া, জার্মানি ও স্লোভাকিয়ায়। সব দেশেই জারি রয়েছে বন্যা সতর্কতা। বন্যা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশগুলোর সরকার। মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে।
এক অধিবাসী জানান, বন্যা সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমার আর কিছুই অবশিষ্ট নেই। পানিতে ঘর-বাড়ি তলিয়ে গেছে। ঘুমানোর জায়গাও নেই। দক্ষিণ-পশ্চিম পোল্যান্ডে থাকা নদীগুলোর পানি বেড়ে রেকর্ড উচ্চতাও ছাড়িয়ে গেছে। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে বেশ কয়েকটি পৌরসভায় বন্যার সৃষ্টি করেছে।
বন্যাকবলিত এলাকায় থাকা নদীগুলোর পানি স্তরও পূর্বের রেকর্ড ছাড়িয়েছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি এগিয়ে আসছেন স্বেচ্ছাসেবকেরাও। বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোর। উদ্ধারকাজ চালাতে গিয়েও প্রাণ যাচ্ছে অনেকের। এতে লম্বা হচ্ছে প্রাণহানির তালিকা।
আরেক অধিবাসী বলেন, ‘আমরা পার্শ্ববর্তী শহর থেকে এখানকার মানুষকে প্রয়োজনীয় সাহায্য করতে ছুটে এসেছি। এখানে আমাদের অনেক সহকর্মী ও বন্ধু বসবাস করতেন। তারা অনেক বিপদে আছেন।’
এদিকে মেক্সিকোর উত্তরাঞ্চলে শুক্রবার মৌসুমি ঝড় ইলিয়ানা আঘাত হানার প্রভাবে শুরু হওয়া বৃষ্টিতে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এরই মধ্যে ১০ জনের বেশি মানুষের প্রাণহানির খবর মিলেছে। নিখোঁজ আরও অনেকে। চলছে উদ্ধার তৎপরতা।
শুধু ইউরোপ ও নর্থ আমেরিকা না, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে এশিয়ার বেশ কয়েকটি দেশ। এরইমধ্যে সোমবার সকালে চীনের অর্থনৈতিক হাব সাংহাইতে আঘাত হেনেছে টাইফুন 'বেবিনকা'। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিলো ১৫১ কিলোমিটার। ৭৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়ের প্রভাবে সাংহাইজুড়ে চরম অচলাবস্থা বিরাজ করছে।
ইয়াগি'র প্রভাবে হওয়া বৃষ্টিতে সৃষ্ট বন্যা-ভূমিধসে ভিয়েতনামে প্রাণহানি আড়াই শতাধিক ছাড়িয়েছে। এছাড়া মিয়ানমারেও চলমান বন্যায় মৃত্যু হয়েছে একশর বেশি মানুষের। ঘরছাড়া হয়েছে তিন লাখেরও বেশি। নিখোঁজ আরও অনেকে। বিপর্যস্ত এশিয়ার থাইল্যান্ড ও লাওসের অবস্থাও।