তিন দশকের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ইউরোপ
তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ইউরোপের দেশ পোল্যান্ড, অস্ট্রিয়া, রোমানিয়া ও চেক প্রজাতন্ত্র। বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা। সবচেয়ে বিপর্যস্ত রোমানিয়ায় পাঁচ এবং পোল্যান্ডে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া উদ্ধারকাজ চালানোর সময় অস্ট্রিয়ায় এক ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ গেছে। মৌসুমি ঝড়ের প্রভাবে হওয়া ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা-ভূমিধসে এশিয়ার দেশ ভিয়েতনাম ও মিয়ানমারে প্রাণহানি ৩৭০ ছাড়িয়েছে।