ইউরোপ
বিদেশে এখন
0

ইতালিতে সর্বকনিষ্ঠ কাউন্সিলর হলেন বাংলাদেশি হিমেল মিয়া

ইতালিতে সর্বকনিষ্ঠ কাউন্সিলর হিসেবে জয়লাভ করেছেন প্রবাসী বাংলাদেশি হিমেল মিয়া। প্রবাসীদের আশা, তার বিজয়ে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা খুশি। ইতালির রাজনীতিতে এখনো শক্ত অবস্থান গড়ে তুলতে না পারলেও দেশটির বিভিন্ন জায়গায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ানরা।

ইতালির ভিসেন্সা শহরের মন্তেক্কিও মাজ্জোরের কাউন্সিলর হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ হিমেল মিয়া।

নির্বাচনে তার প্যানেল থেকে সর্বোচ্চ ভোট পেয়েছেন ইতালিয়ান নাগরিকদের মধ্যে সর্বকনিষ্ঠ এই কাউন্সিলর। প্রবাসী বাংলাদেশিদের দৃঢ় অবস্থান গড়তে ইতালিয় রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

মাত্র ৭ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে ইতালিতে পাড়ি জমান হিমেল। দেশে যাওয়া আসা থাকায় উভয় দেশের সংস্কৃতির মাঝে বড় হয়ে উঠেন হিমেল। ছেলের এমন সাফল্যে গর্বিত তার পরিবার।

৪ জন মেয়র প্রার্থী এবং দেড় শতাধিক কাউন্সিলর প্রার্থীদের মধ্যে একজন শরীয়তপুরের নড়িয়ার হিমেল। তার জয়ের মাধ্যমে ইতালিতে বাংলাদেশিদের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করছেন স্থানীয় প্রবাসীরা।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর