ইউরোপ
বিদেশে এখন
0

আততায়ীর হামলায় গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী

আততায়ীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তার অবস্থা আশঙ্কাজনক। সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। এ হামলার নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্ব।

সরকারি বৈঠকে অংশ নেয়ার সময় বন্দুক হামলায় আশঙ্কাজনক অবস্থায় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। আজ (বুধবার, ১৫ মে) দেশটির মধ্যাঞ্চলের নগরী হ্যান্ডলোভায় কয়েকবার গুলি চালানো হয় ৫৯ বছর বয়সী এই নেতার ওপর।

এ সময় মাথায় ও বুকে আঘাত হানে কয়েকটি বুলেট। বন্দুক হামলার পরপরই গুরুতর আহত প্রধানমন্ত্রীকে মানবঢালের মাধ্যমে গাড়িতে উঠান নিরাপত্তারক্ষীরা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বানস্কা বাইস্ত্রিকার একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার।

গেল অক্টোবরে তৃতীয় মেয়াদে স্লোভাকিয়ার ক্ষমতায় বসেন রবার্ট ফিকো। রুশপন্থী হিসেবে পরিচিত তিনি। ইউক্রেনের জন্য স্লোভাকিয়ার সামরিক সহায়তা বন্ধের ঘোষণায় তার বিরুদ্ধে সমালোচনা করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব।

এসএস