ইউরোপ , এশিয়া
বিদেশে এখন
0

ফ্রান্সে আটকে পড়া ভারতীয়রা দেশে ফিরেছে

পাচার সন্দেহে ফ্রান্সে উড়োজাহাজসহ আটকে পড়া ভারতীয়রা মুম্বাই ফিরেছেন।

চারদিন আটকে থাকা উড়োজাহাজটি ভারতে অবতরণ করেছে। এয়ারবাস এ থ্রি ফোর জিরো'র ফ্লাইটটিতে ২৭৬ জন যাত্রী ছিলেন। এর আগে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে প্যারিসের কাছে ভ্যাট্রি বিমানবন্দর থেকে বিমানটি যাত্রা শুরু করেছিল।

ফরাসি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পাঁচ অপ্রাপ্তবয়স্কসহ ২০ জন আশ্রয় প্রার্থী ফ্রান্সে রয়ে গেছেন। গত ২২ ডিসেম্বর ভ্যাট্রিতে ৩০৩ জন যাত্রী নিয়ে অবতরণ করে উড়োজাহাজটি।

এরপর চার দিন বিমানবন্দরের লাউঞ্জে অবস্থান করেন যাত্রীরা। তাদের প্রয়োজনীয় পরিষেবার ব্যবস্থা করে স্থানীয় কর্তৃপক্ষ, স্থাপিত হয় অস্থায়ী আদালতও।