যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ করে পিয়ংইয়ং বলে, মান্ধাতার আমলের, অযৌক্তিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে দেশগুলো। কোরীয় উপদ্বীপে মার্কিন রণতরীর উপস্থিতির মাধ্যমে সমন্বিতভাবে বৈরিতা ও সংঘাত উসকে দেয়া হচ্ছে বলে জানায় পিয়ংইয়ং।
বিপরীতে নিজেদের পারমাণবিক অস্ত্র কর্মসূচির লক্ষ্য সার্বভৌমত্ব ও শান্তি রক্ষা বলে দাবি করে। এর আগে গেলো শনিবার উত্তর কোরিয়ার পূর্ণাঙ্গ পরমাণু নিরস্ত্রীকরণের দাবি জানিয়ে যৌথ বিবৃতি দেন মার্কিন, দক্ষিণ কোরীয় ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী।