ইন্দোনেশিয়ার মধ্য জাভা শহর পেকালোঙ্গানে ভূমিধ্বসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।
দেশটির আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধ্বসের ঘটনা ঘটে।
এখনো নিখোঁজ ৯ জন। তাদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে প্রবল বৃষ্টিতে ব্যাহত হচ্ছে তল্লাশি অভিযান।
ইন্দোনেশিয়ায় বিশেষ করে বর্ষাকালে প্রায়ই ঘটে ভূমিধ্বসের ঘটনা। প্রত্যন্ত জেলাগুলোতে বন উজাড় ও ছোট আকারের অবৈধ খনির কাজের কারণে ভূমিধ্বসের ঝুঁকি দেখা দিয়েছে।