এশিয়া
বিদেশে এখন
0

বেলুচিস্তানে বাসে বোমা বিস্ফোরণ, নিহত ৪

পাকিস্তানের বেলুচিস্তানে একটি বাসে বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছে, আহত অন্তত ৩২। গতকাল (শনিবার) করাচি থেকে বেলুচিস্তানের তুরবাত অঞ্চলে যাওয়ার পথে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

অধিকাংশ আন্তর্জাতিক গণমাধ্যম বিস্ফোরণের কারণ বোমা হামলা দাবি করলেও বেলুচ পুলিশের কার্যলয় এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

ডনকে বেলুচিস্তানের পুলিশের আই জি জানান, বিস্ফোরণের কারণ খুঁজে বের করা হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত এ নিয়ে বলতে রাজি নন তিনি। 

পুলিশ আরও জানায়, তুরবাতের নিউ বামান এলাকায় পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

হামলায় গুরুতর আহতদের হাসপাতালে নেয়া হলেও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর গোটা তুরবার অঞ্চলে নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন।

ইএ