উত্তর প্রদেশ কর্তৃপক্ষ বলছে, অক্সিজেন কনসেনট্রেটর থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। যদিও আরও তদন্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই এনআইসিইউতে ভর্তি ছিল ৫৪ শিশু। যার মধ্যে থেকে ৪৪ জনকে উদ্ধার করা হয়েছে।
নিহত ১০ জনের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে জানিয়ে এক কর্মকর্তা জানান, বাকি তিনজনকে শনাক্ত করতে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হবে। এছাড়া নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর প্রদেশ সরকার।