নির্বাচনের আগে থেকেই ফল নিয়ে উদ্বেগে ছিল ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। জনমত জরিপের বরাত দিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের মধ্য দিয়ে জাপানে ইশিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির এক দশকের আধিপত্য শেষ হতে পারে।
বেশ কিছু জেলায় এলডিপি প্রার্থীরা দেশটির কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি - সিডিপি'র প্রার্থীদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। সিডিপি দেশটির পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল।
জাপানে আর্থিক কেলেঙ্কারি ও মূল্যস্ফীতির কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইশিবার জোট সরকার। জাপানে জীবনযাত্রার ব্যয় বেড়ে চলছে।
অন্যদিকে, প্রতিবেশী চীনের সাথে সম্পর্কের উত্তেজনাও বাড়ছে। এমন প্রেক্ষাপটে জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন হচ্ছে আজ।