এশিয়া
বিদেশে এখন
0

পিটিআই'র চেয়ারম্যানসহ ৩ শীর্ষ নেতা আটক

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই-এর চেয়ারম্যান গওহর আলী খানসহ দলের ৩ শীর্ষ নেতাকে আটক করেছে দেশটির পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদে করা সমাবেশের একদিন পর তাদের আটক করা হয়।

গভীর রাতে ইমরান সরকারের সাবেক মন্ত্রী জুলফিকার বুখারি ও গওহর খানকে আটকের পর আরেক শীর্ষ নেতাকে পিটিআই-এর অফিস থেকে আটক করা হয়।

তবে কোন অভিযোগে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

ইমরান খানের মুক্তির দাবিতে সমাবেশে যাওয়ার পথে পুলিশের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। এর জেরে রাজধানী ইসলামাবাদজুড়ে তল্লাশি অভিযান চালায় পাকিস্তানের পুলিশ।

এদিকে গত বছর থেকে কারাগারে আছেন পিটিআই নেতা ইমরান খান।