এশিয়া
বিদেশে এখন
0

হিন্ডেনবার্গের অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি

ভারতের শেয়ারবাজার নিয়ে মার্কিন আর্থিক গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গের করা এক অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে এখন উত্তপ্ত ভারতের রাজনীতি। পাল্টাপাল্টি দোষারোপে উত্তাপ ছড়াচ্ছে ক্ষমতাসীন বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেস। প্রতিবেদনটিতে বলা হয়, বছরের পর বছর ধরে শেয়ারবাজারে কারসাজি করে আসছে আদানি গ্রুপ। এই প্রতিবেদন প্রকাশের পর বিজেপির কড়া সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে বিজেপি বলছে, শেয়ারবাজার ধ্বংস করতেই ইচ্ছাকৃকভাবে শেয়ারবাজার নিয়ে প্রশ্ন তুলছেন কংগ্রেস নেতা।

শনিবার (১০ আগস্ট) মার্কিন আর্থিক গবেষণা ও বিনিয়োগ প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ ভারতের পুঁজিবাজার নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান আদানি গ্রুপের প্রতারণা নিয়ে তদন্ত করেনি। প্রতিবেদনে আরও দাবি করা হয়, দশকের পর দশক ধরে শেয়ারবাজারে প্রতারণা করে আর্থিক লেনদেন চালিয়ে আসছে আদানি গ্রুপ। তাদের সঙ্গে জড়িত সেবির প্রধান মাধবী বুচ। হিন্ডেনবার্গ আরও জানায়, ভারতে বড় কিছু ঘটতে যাচ্ছে।

এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই উত্তপ্ত ভারতের রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে বিজেপি সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাশাপাশি এ বিষয়ে সুপ্রিম কোর্টে তদন্তের আহ্বানও জানান তিনি।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, 'ধরুন ক্রিকেট ম্যাচ হচ্ছে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে। সবাই খেলা দেখছে। খেলোয়াররা জানে, আম্পায়ার পক্ষপাতদুষ্ট। সেই ম্যাচের কি হবে? কেমন লাগবে আপনার? এটাই হচ্ছে ভারতের শেয়ারবাজারে। গেলো কয়েক বছর ধরেই অনেক মানুষ এখানে বিনিয়োগ করেছে। আমার দায়িত্ব আপনাদের সতর্ক করা, যে প্রতিষ্ঠান ভারতের শেয়ারবাজার তদারকি করে, সেটা নিরপেক্ষ না'।

এদিকে বিজেপি নেতা রবি শঙ্কর প্রসাদ বলেন, 'কংগ্রেস নির্বাচনে হেরে যাওয়ার পর আশা করেছিলাম, শান্তি বজায় রাখবে তারা। কিন্তু নরেন্দ্র মোদির জন্য এতো ঘৃণা তাদের, হেরে যাওয়ার পর ভারতের আর্থিক খাত অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। কংগ্রেস দেশে আর্থিক অরাজকতা তৈরি করতে চাচ্ছে। হিন্ডেনবার্গও খেলা খেলছে। ভারতের অর্থনীতি দ্রুতগতিতে বাড়ছে। শেয়ারবাজারের কথা বললে ভারতের শেয়ারবাজার বেশ স্থিতিশীল'।

এদিকে ভারতের শেয়ারবাজার কর্তৃপক্ষ ও আদানি গ্রুপ হিন্ডেনবার্গের প্রতিবেদনে উঠে আসা অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। এর আগে, গেল বছরের জানুয়ারিতে গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপের প্রতারণা নিয়েও চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছিল হিন্ডেনবার্গ। এতে বলা হয়, কৃত্রিমভাবে শেয়ারের দর বাড়িয়ে বিশাল সম্পদের মালিক হয়েছে এই গ্রুপ। গেলো কয়েক বছরে এই গ্রুপের শেয়ারের দর ৫০ শতাংশের ওপরে বেড়েছে। সেই প্রতিবেদন প্রকাশের পর বড় ধরনের দরপতন হয়েছিলো আদানি গ্রুপের শেয়ারের।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর