এশিয়া
বিদেশে এখন
0

বিধানসভার উপনির্বাচনে পশ্চিমবঙ্গের ৪ আসনেই তৃণমূলের জয়

ভারতের বিধানসভার উপনির্বাচনে পশ্চিমবঙ্গের ৪টি আসনের সবকয়টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন তৃণমূল। মানিকতলা, বাগদা, রানাঘাট ও রায়গঞ্জে বিজেপি প্রার্থীদের হারিয়ে শেষ হাসি তৃণমূলের প্রার্থীদের মুখে।

পশ্চিমবঙ্গের যে চারটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে মানিকতলা অন্যতম। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী প্রতিটি কেন্দ্রের সীমানা নির্ধারণ করা হয়। মানিকতলা বিধানসভা কেন্দ্র কলকাতা পৌরসংস্থার ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডগুলি নিয়ে গঠিত হয়। মানিকতলা বিধানসভা কেন্দ্র কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অংশ। ২০০৯ সালের সাধারণ নির্বাচনের আগে এটি কলকাতা উত্তর-পূর্ব লোকসভা কেন্দ্রের অংশ ছিল।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাধন পান্ডে জিতেছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল ৭৩ হাজার ১৫৭। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের রাজীব মজুমদার। তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ৪৭ হাজার ৮৪।

তৃণমূল প্রার্থী সাধন পান্ডে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের রাজীব মজুমদারকে ২৫ হাজার ৩১১ ভোটে পরাজিত করেছিলেন। ২০১১ সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী সাধন পান্ডে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের রূপা বাগচিকে এই আসনে পরাজিত করেছিলেন।

বিধানসভা উপনির্বাচনে মানিকতলা কেন্দ্রে এগারো পর্বের ভোট গণনা শেষে দেখা যায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের থেকে। গণনা শেষে জয়ের আনন্দে আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।

এসএস