এশিয়া
বিদেশে এখন
0

জান্তা বাহিনীর হামলায় নিহত হাজারের বেশি বেসামরিক নাগরিক

বছরের প্রথম ৬ মাসে মিয়ানমারের জান্তা বাহিনীর হামলায় নিহত হয়েছেন ১ হাজারের বেশি বেসামরিক নাগরিক। বিদ্রোহী গোষ্ঠীদের সঙ্গে জান্তা বাহিনীর সংঘর্ষে প্রতিনিয়তই বাড়ছে হতাহতের সংখ্যা। মানবাধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজোনারের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এ সময় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সাগাইং ও রাখাইন রাজ্যে। জান্তা বাহিনীর শেল ও আকাশ হামলায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা সর্বোচ্চ। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে ৫ হাজার মানুষ।

এ সময় জান্তা বাহিনীর হাতে গ্রেপ্তারের সংখ্যা ছাড়িয়েছে ২৭ হাজার।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর