সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
দার্জিলিং পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানান, 'কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রেন। পরিস্থিতি গুরুতর।'
এরইমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ৫০ থেকে ৬০ টি অ্যাম্বুলেন্স । ঘটনাস্থলে এরইমধ্যে সেনাবাহিনীর একটি টিমও পৌঁছেছে বলে জানা গেছে।