পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনা; নিহত ৮, আহত ৬০

0

ভারতের আগরতলা থেকে কলকাতার শিয়ালদহ যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে অন্তত ১১ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

দার্জিলিং পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানান, 'কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রেন। পরিস্থিতি গুরুতর।'

এরইমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধারকাজে ব্যবহার করা হচ্ছে ৫০ থেকে ৬০ টি অ্যাম্বুলেন্স । ঘটনাস্থলে এরইমধ্যে সেনাবাহিনীর একটি টিমও পৌঁছেছে বলে জানা গেছে।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!