এশিয়া
বিদেশে এখন
0

শেষ হলো ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ

শেষ হলো ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ পর্বের ভোটগ্রহণ। ৭টি রাজ্যসহ একটি কেন্দ্র শাসিত অঞ্চলের ৫৭টি আসনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ।

আজ (শনিবার, ১ জুন) অন্যান্য রাজ্যে মোটামুটি শান্তিপূর্ণ ভোট হলেও দফায় দফায় সংঘর্ষের জেরে উত্তপ্ত ছিল পশ্চিমবঙ্গে ৯টি কেন্দ্রের বেশ কয়েকটি বুথ।

এবার দিল্লির ক্ষমতার মসনদে কে আসছেন তার অপেক্ষা। দেশটির গণমাধ্যম এনডিটিভি'র এক ভবিষ্যদ্বানীতে দেখা যাচ্ছে ৫৪৩টি আসনের মধ্যে ৩৫০ আসন পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ। আর ইন্ডিয়া জোট পেতে পারে ১২৫ থেকে ১৫০টি আসন।

এরইমধ্যে শুরু হয়ে গেছে বুথ ফেরত জরিপ। যেখানে বেশিরভাগ জায়গায় কংগ্রেস ও অন্যান্য দলের চেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। আগামী ৪ জুন আসবে পূর্ণ ফলাফল।

এসএস