কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। প্রখর রোদের তাপে পুড়ছে মাঠঘাট ও ফসলি জমি। গরমে হাঁসফাঁস অবস্থায় একটু স্বস্তি পেতে পুকুরে দুরন্তপনায় মেতেছে শিশু-কিশোররা।
আবহাওয়া অফিস বলছে, এবারের তাপপ্রবাহ গত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে। বৈশাখের শুরু থেকে প্রতিদিনই কলকাতার তাপমাত্রা গণ্ডি ছাড়িয়েছে ৪১ ডিগ্রি। বাঁকুড়া জেলায় তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে সর্তকর্তা। কোথাও কোথাও বৃষ্টির পূর্বাভাস থাকলেও এ সপ্তাহে তাপমাত্রা কমার কোনো সুখবর নেই।
স্থানীয়রা বলেন, ‘কলকাতায় অসহনীয় গরম। আমরা স্বাভাবিকভাবে কোনোকিছু করতে পারছি না।’
প্রচন্ড তাপদাহে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। বাজারে চাহিদা বেড়েছে রসালো ফলের। আর বাইরের গরম থেকে বাঁচতে সুতি পোশাক, সানগ্লাস ও ছাতা ব্যবহারের পাশাপাশি বেশি বেশি পানি ও শাকসবজি খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
এক চিকিৎসক বলেন, ‘এই গরমে বেশি বেশি তরলজাতীয় খাবার খেতে হবে এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না।’
শুধু পশ্চিমবঙ্গ নয় কলকাতার দক্ষিণের জেলাগুলোতেও চলছে তাপপ্রবাহ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নাগরিকরা। অনেক স্কুল-কলেজেও অনলাইন ক্লাস শুরু হয়েছে।