এশিয়া
বিদেশে এখন
0

টানা দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরিফ। পিটিআইয়ের প্রার্থী ওমর আইয়ুব খানকে ১০৯ ভোটে পরাজিত করে দেশটির ২৪তম এবং টানা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন তিনি।

নানা নাটকীয়তার পর অবশেষ দেশটির ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি শেষ হলো। জাতীয় পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী হলেন পাকিস্তান মুসলিম লীগের নেতা শেহবাজ শরিফ।

জাতীয় পরিষদের নেতা নির্বাচনের লড়াইয়ে ইমরান খান মনোনীত পিটিআই নেতা ওমর আইয়ুব খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন শেহবাজ শরিফ। এতে পিএমএল-এন সভাপতি শেহবাজ শরিফ ২০১ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আর ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট।

এরপর স্পিকার সরদার আয়াজ সাদিক জাতীয় পরিষদে থাকা প্রধানমন্ত্রীর আসনে বসার জন্য শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানান।

পাকিস্তানে এবারের প্রধানমন্ত্রী নির্বাচনে পিএমএল-এন নেতা শেহবাজ শরিফকে সমর্থন দিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান, ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি এবং পাকিস্তান পিপলস পার্টি। দলগুলোর সমর্থনে শেহবাজ যে খুব সহজেই আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, সেটি আগে থেকেই মোটামুটি নিশ্চিত ছিল।

দেশটির জাতীয় পরিষদে মোট ৩৩৬টি আসনের মধ্যে ৭০টি আসন সংরক্ষিত। নারীদের ৬০টি ও সংখ্যালঘুদের জন্য ১০টি। তবে সংরক্ষিত আসনের সদস্য নির্বাচন ছাড়াই প্রধানমন্ত্রী পদে ভোট হলো।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর