এশিয়া
বিদেশে এখন
0

মিয়ানমারে আটদিনে ৩৯ বেসামরিক মানুষকে হত্যা

গেল আটদিনে মিয়ানমারে জান্তা সেনারা কমপক্ষে ৩৯ জন বেসামরিক মানুষকে হত্যা করেছে। কমপক্ষে পাঁচটি প্রদেশে সেনাবাহিনীর নির্বিচার বোমাবর্ষণ আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে তাদের প্রাণ যায়।

স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, ১৪ থেকে ২১ ফেব্রুয়ারি বাগো, মান্ডালা, সাগাইং, মন ও শান প্রদেশে এসব মানুষদের হত্যা করা হয়। শিশু, নারী ও বৃদ্ধ কাউকে ছাড় দেয়নি।

এদিকে সাগাইং প্রদেশে সেনা অভিযানের জেরে নতুন করে বাস্তুচ্যুত হয়েছে ৫০ হাজার মানুষ। অঞ্চলটিকে সেনাবাহিনী বিচ্ছিন্ন করে দেয়ায় সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে।

অন্যদিকে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ এড়াতে সীমান্ত দিয়ে থাইল্যান্ডে অনুপ্রবেশ করা মিয়ানমারের শতাধিক তরুণ-তরুণীকে আটক করেছে থাই প্রশাসন।

স্থানীয় পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানিয়েছে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে চার হাজার ৫৬৯ জন গণতন্ত্রকামী ও বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে।

এসএস