টিয়ারশেল বহনকারী ড্রোনকে আটকাতে প্রথমে পাথর নিক্ষেপ করে কৃষকরা। তবে তাতে কাজ না হওয়ায় কৃষকরা ব্যবহার করে অভিনব এক পদ্ধতি। ঘুড়ির সুতায় ড্রোনের পাখা আটকে আছড়ে পড়ে মাটিতে। তাই ড্রোনের মাধ্যমে টিয়ারশেল নিক্ষেপের কার্যক্রম স্থগিত করেছ দিল্লি পুলিশ।
দিল্লির উদ্দেশ্যে আসা এক কৃষক বলেন, 'আমাদের মাথার ওপর ১-২বার ড্রোন এসেছিল। তবে বিপদ আঁচ করেই ড্রোনগুলোকে ফিরিয়ে নেয়া হয়েছে। ঘুড়ির সুতায় ড্রোনের পাখা আটকে মাটিতে পড়ে যাচ্ছে। তাই ওরা আর ড্রোন ব্যবহার করছে না। অনেক শিশু, বয়স্কদের ওপর ড্রোনের মাধ্যমে টিয়ারশেল ফেলা হয়েছে। কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছায় ৫ রুপির ঘুড়ির কাছে ৫ লাখের ড্রোন কুপোকাত হয়েছে।'
পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশ থেকে ট্রাক ও ট্রাক্টরে চড়ে হাজার হাজার কৃষক রাজধানী নয়াদিল্লির অভিমুখে। তাদের দাবি, ফসলের ন্যায্যমূল্য নির্ধারণ করে আইন প্রণয়ন করা, কৃষিঋণ মওকুফ ও কৃষকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করা।
তবে রোববার (১৮ ফেব্রুয়ারি) বিজেপি সরকারের মন্ত্রীদের সঙ্গে চতুর্থ দফা বৈঠক সামনে রেখে রাজধানী ঘেরাওয়ে 'দিল্লি চল' কর্মসূচি আপাতত স্থগিত রেখেছে কৃষকরা। তবে তারা দিল্লির অভিমুখেই অবস্থান নিয়েছে।