রাতে পদযাত্রা বন্ধ রাখলেও বুধবার সকাল থেকেই ফের দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে কৃষক সংগঠনগুলো। দুই বছর আগের বিক্ষোভের পরেও ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা দেয়ার আইন, কৃষকদের জন্য পেনশন, শস্য বিমা ও তাদের বিরুদ্ধে মামলা বাতিলের দাবি পূরণ করেনি সরকার। ফলে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের কৃষক আন্দোলন।
বিভিন্ন দাবিতে মঙ্গলবার দিল্লি যাত্রার ডাক দেন পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশের হাজার হাজার কৃষক। পরিস্থিতি সামাল দিতে শেষ মুহূর্তে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে এতে কাজ না হওয়ায় বিভিন্ন রাজ্যে দমন-পীড়নমূলক ব্যবস্থা নিয়েছেন তারা।