যুদ্ধ , এশিয়া
বিদেশে এখন
0

মিয়ানমারে অবসরে যাওয়া সেনাদের কাজে ফেরার নির্দেশ

বিদ্রোহীদের সঙ্গে তুমুল লড়াইয়ে নাস্তানাবুদ হবার জেরে সেনাবাহিনীর সাবেক সদস্যদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ার আওতায় গত ৫ বছরের মধ্যে অবসরে যাওয়া সেনাসদস্যদের বাধ্যতামূলকভাবে কাজে ফিরতে হবে। অন্যদিকে ৩ মাস দখলে রাখার পর জান্তা বাহিনীর কাছে রাখাইন রাজ্যের একটি শহরের দখল হারিয়েছে বিদ্রোহীরা।

সশস্ত্র বিদ্রোহীদের তোপের মুখে দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির ৫২ শতাংশ অঞ্চল চলে গেছে বিদ্রোহীদের দখলে, আরও ২৩ শতাংশ এলাকায় লড়াই চলছে। চলতি বছরই জান্তা সরকারকে উৎখাতের ঘোষণা দিয়েছে সশস্ত্র বিদ্রোহী জোট ব্রাদারহুড অ্যালায়েন্স। এমন পরিস্থিতিতে সাবেক সেনাসদস্যদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে জান্তা বাহিনী।

মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এম আর টিভি নিউজে এই ঘোষণা দেন জান্তা সরকারের মুখপাত্র জেনারেল জাও মিন তুন। জানান, রিজার্ভ ফোর্স আইনের আওতায় গত ৫ বছরের মধ্যে অবসর নেয়া সেনাসদস্যদের কাজে ফিরতে হবে। বলেন, 'সাবেক সেনাসদস্য যারা গত ৫ বছরের মধ্যে অবসর নিয়েছেন, তাদের সেনাবাহিনীতে ফিরে আসতে হবে। দেশের প্রশাসনিক প্রধান জেনারেল মিন অং লাই স্বাক্ষরিত আইনটি ১৩ তারিখ থেকে কার্যকর হবে।'

সশস্ত্র বিদ্রোহী আরাকান আর্মির হামলায় রাখাইন রাজ্যে নাস্তানাবুদ হচ্ছে জান্তা বাহিনী। স্থলভাগের দখল হারিয়ে জান্তার বিমানবাহিনী আকাশ পথে হামলা জোরদার করেছে। মঙ্গলবার এমন এক হামলায় রাখাইন ও চিন রাজ্যে শিশুসহ কয়েকজন প্রাণ হারায়।

রাখাইনের বিদ্রোহীদের অন্য রাজ্যগুলোতে ছড়িয়ে পড়া ঠেকাতে রাজ্যটি থেকে আকাশপথে যাত্রায় বিভিন্ন নিয়ম জারি করেছে জান্তা সরকারের পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়। জানানো হয়, রাখাইনের পাশাপাশি তানিনথারি অঞ্চল থেকে দেশের যেকোন স্থানে উড়োজাহাজে ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে স্থানীয় প্রশাসনের অনুমতিপত্র নিতে হবে।

এদিকে প্রথমবারের মতো ব্যর্থতার মুখ দেখলো বিদ্রোহীদের সশস্ত্র বিদ্রোহী জোট ব্রাদারহুড অ্যালায়েন্স। নিয়ন্ত্রণে থাকা সাগাইং রাজ্যের কাওলিন শহর দখলে নিয়েছে জান্তা বাহিনী। দেশটির সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, ১০ দিন ধরে সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের পর শহরটির নিয়ন্ত্রণ হারিয়েছে বিদ্রোহীরা।