এশিয়া
বিদেশে এখন
0

একের পর এক এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা

মিয়ানমারের সাগাইং অঞ্চলে স্বর্ণ খনি কেন্দ্র শোয়ে পি আয়ে শহরের নিয়ন্ত্রণও পুরোপুরি হারিয়েছে সেনাবাহিনী। বিদ্রোহীদের হাত থেকে শহরটি পুনরুদ্ধানের অভিযান বাদ দিয়েই পালিয়ে গেছে প্রায় ৪০০ সেনা।

জান্তাবিরোধী গোষ্ঠীর বরাত দিয়ে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, ১০ দিনের তীব্র সহিংসতা ও বিদ্রোহীদের আগ্রাসী হামলার মুখে প্রাণ বাঁচাতে পালায় সেনারা। শহর পুনর্দখলে বিদ্রোহীদের ওপর হামলায় যুদ্ধবিমান আর এমআই টু হেলিকপ্টার ব্যবহার করে সেনাবাহিনী।

কিন্তু স্থল অভিযানে থাকা সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও পরাজয়ের পর হাল ছেড়ে দেয় বাকি সেনারা। বিদ্রোহীরা সেনাদের ঘিরে ফেলে তাদের খাবার ও গোলাবারুদ সরবরাহ বন্ধ করে দেয়। বিকল্প ব্যবস্থার জন্য সেনারা হেলিকপ্টারের ওপর নির্ভরশীল হলেও শেষ রক্ষা হয়নি। কমপক্ষে ১৫ সেনা নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অন্যদিকে কারেনি রাজ্যের একটি স্কুলে সেনাবাহিনীর বোমায় কমপক্ষে চার শিশুর প্রাণ গেছে। যদিও দুর্গম অঞ্চল বলে এবং সংঘাতের তীব্রতায় যুদ্ধক্ষেত্রের খবর বহির্বিশ্বে পৌঁছাতে সময় লেগে যাচ্ছে অনেক।

এসএস