এশিয়া
বিদেশে এখন
0

দার্জিলিং-দীঘা পর্যন্ত বাংলাদেশি যুবকের সাইক্লিং

পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত প্রায় ৯০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়েছেন বাংলাদেশি যুবক মোহাম্মদ আল আমিন। ‘হার্টকে সুস্থ রাখুন সাইক্লিংয়ে অভ্যাস গড়ুন’ স্লোগানে স্বাস্থ্য সচেতনতার বার্তা নিয়ে যাত্রা শুরু করেন তিনি।

আলি আমিনের বাড়ি কুমিল্লার চালিভাঙ্গা গ্রামে। গত ২২ জানুয়ারি দার্জিলিং থেকে তিনি যাত্রা শুরু করেন। ৮ দিনে প্রায় ৯০০ কিলোমিটার পাড়ি দিয়েছেন তিনি।

সকাল-সন্ধ্যা প্রতিদিন গড়ে ১৩০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় দীঘায় এসে তার অভিযান শেষ হয়। পশ্চিমবঙ্গের সভ্যতা ও সংস্কৃতির তথ্য সংগ্রহ করাও তার অন্যতম উদ্দেশ্য ছিল।

আল আমিন বলেন, ‘আমি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। আর সুস্থতার জন্য সাইক্লিংয়ের বিষয়ে জানিয়েছি।’

পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বাংলাদেশি এই যুবককে সংবর্ধনা দেয়া হয়। পূর্ব মেদিনীপুরের পঞ্চায়েত সমিতির সদস্যরা বলেন, আল আমিনের স্বাস্থ্য সচেতনতার বার্তা যুব সমাজকে উদ্বুদ্ধ করবে।

এর আগে সাইকেলে করে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেন আল আমিন। ভবিষ্যতে আয়রনম্যান হতে চান তিনি।