ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়ে পশ্চিমবঙ্গ। বৃষ্টি থামলেও মেঘলা আবহাওয়া কাটেনি। এদিকে ফুলের পাপড়ির ভেতর বৃষ্টির পানি জমে থাকায় দ্রুত পচে যাচ্ছে ফুল। তাই বাধ্য হয়ে কম দামে ফুল বিক্রি করছেন চাষিরা।
ঘূর্ণিঝড়ের আগে প্রতিটি চন্দ্রমল্লিকা ও গাঁদা ফুল ৩ রুপিতে বিক্রি হলেও এখন অর্ধেক দামেও কিনছে না ক্রেতারা। ফুল চাষিরা বলেন, আমাদের ফুল বিক্রি হচ্ছে না, বড় ক্ষতির মুখে পড়েছি আমরা। সরকারের পক্ষ থেকে সহযোগিতা করলে আমরা ক্ষতি কাটিয়ে উঠতে পারবো।
এদিকে বৃষ্টির কারণে আমন ধান ঘরে তুলতে পারছেন না অনেক চাষি। ডিসেম্বরে ধান ঘরে তোলার সময় হলেও বেশিরভাগ ধান এখনও জমিতে পড়ে আছে। আলীপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শিগগিরই রাজ্যের আবহাওয়া স্বাভাবিক হবে।