হঠাৎ করেই দর্শক সারি থেকে পোডিয়ামের দিকে এগিয়ে এলেন জনপ্রিয় কমিক চরিত্র ব্যাটম্যান। অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা, আইসিই'র এজেন্টদের অভিযানের তীব্র সমালোচনা করে শুরু করলেন বক্তব্য। দৃশ্যটি ক্যালিফোর্নিয়ার সিটি কাউন্সিলের। ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদের এই দৃশ্য ভাইরাল সামাজিক মাধ্যমে।
সম্প্রতি মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের অভিযানে ২ মার্কিন নাগরিক নিহতের ঘটনায় দেশজুড়েই বইছে সমালোচনা ঝড়। সাধারণ নাগরিকদের মধ্যে বেড়েছে আতঙ্কও। যার আভাস পাওয়া গেল মিনেসোটার একটি আগ্নেয়াস্ত্রের দোকানে। শপের মালিক ও প্রশিক্ষক বলছেন, আইসিই এজেন্টদের অভিযানের জেরে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগে স্থানীয়রা। হিড়িক পড়ে গেছে বন্দুক কেনার। বন্দুক চালানোর প্রশিক্ষণ নিতে আসছেন বহু মানুষ।
স্থানীয়রা বলেন, যারা আসছেন তারা প্রায় সকলেই একই কথা বলছেন। আইসিই এজেন্টদের কবল থেকে বাঁচতে বন্দুক চালানো শিখতে চান তারা।
আরও পড়ুন:
দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, স্টেট ও ফেডারেল সরকারের মধ্যে বিরোধসহ বিভিন্ন ঘটনাপ্রবাহ থেকে স্পষ্ট বোঝা যায়, অভিবাসনবিরোধী অভিযানের জেরে কিছুটা চাপে আছে ট্রাম্প প্রশাসন। আর কিছুটা ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পের সীমান্ত সুরক্ষা বিষয়ক পরিচালক টম হোম্যান। বলেন, মিনিয়াপলিস থেকে কিছু সংখ্যক আইসিই এজেন্ট সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউজ। স্থানীয় প্রশাসন অভিবাসন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা করার শর্তে রাজি হলেই এই উদ্যোগ নেয়া হবে। তবে স্পষ্ট জানিয়েছেন, আইসিই এজেন্টদের সরানো হলেও অভিবাসনবিরোধী অভিযান চলবে আগের মতোই।
যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষা বিষয়ক পরিচালক টম হোম্যান বলেন, এটা কমন সেন্স। স্থানীয় প্রশাসন সহায়তা করলে আইসিই এজেন্টের সংখ্যা এমনিতেই কমানো হবে। হ্যা আপনারা ঠিকই শুনেছেন। আমরা এজেন্টের সংখ্যা কমাতে চাই। এই পরিকল্পনা কার্যকরে সিবিপি ও আইসিই- দুই সংস্থার কর্মকর্তারা আমার সঙ্গে কাজ শুরু করেছেন।
তবে মেয়রদের ন্যাশনাল কনফারেন্সে যোগ দিয়ে দেশজুড়ে আইসিই'র অভিবাসনবিরোধী অভিযান বন্ধের দাবি জানিয়েছেন মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে।
এদিকে, ২০ জানুয়ারি মিনিয়াপলিস থেকে আইসিই'র হাতে আটক ৫ বছরের শিশু লিয়াম রামোসের সঙ্গে দেখা করার পর তার মুক্তির দাবি জানিয়েছেন টেক্সাসের কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ত্রো। এছাড়া, আইসিই'র অভিযান ও আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ উল্লেখ করে বিদেশি পর্যটকদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের মেয়র।
আর, অভিবাসন আইন প্রয়োগকারী বাহিনীর কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হওয়ায় আইসিইর এজেন্টদের মুখোশ পড়া থেকে বিরত থাকা ও বডি ক্যাম লাগানোর জোর দাবি জানিয়েছেন সিনেট মাইনোরিটি লিডার ও ডেমোক্র্যাট সিনেটন চাক সুমার।





