বাস্তবে 'কার্টেল দে লস সোলস' কোনো সংগঠনের নাম নয়, এটি একটি কথ্য শব্দ, যা মাদকের অর্থে পরিচালিত একটি 'পৃষ্ঠপোষকতাভিত্তিক ব্যবস্থা' এবং 'দুর্নীতির সংস্কৃতি'-কে বোঝাতে ব্যবহৃত হয়।
নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মাদুরোকে নিয়ে একটি বিতর্কিত দাবি থেকে সরে এসেছে মার্কিন বিচার বিভাগ। গত বছর তাকে ক্ষমতা থেকে সরানোর ভিত্তি তৈরির অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন যে দাবি করেছিল—মাদুরো 'কার্টেল দে লস সোলস' নামে একটি মাদক কার্টেলের নেতা—বিচার বিভাগ এখন সেই দাবি প্রত্যাহার করেছে।
এ অভিযোগের সূত্র ২০২০ সালে বিচার বিভাগের দায়ের করা একটি গ্র্যান্ড জুরি অভিযোগপত্র, যেখানে মাদুরোর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।
২০২৫ সালের জুলাইয়ে ওই অভিযোগপত্রের ভাষা অনুকরণ করে ট্রেজারি ডিপার্টমেন্ট 'কার্টেল দে লস সোলস'-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। পরে নভেম্বরে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও স্টেট ডিপার্টমেন্টকেও একই পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
তবে লাতিন আমেরিকার অপরাধ ও মাদক বিষয়ক বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, 'কার্টেল দে লস সোলস' আসলে কোনো সংগঠন নয়। এটি ১৯৯০–এর দশকে ভেনেজুয়েলার গণমাধ্যমে প্রচলিত একটি কথ্য শব্দ, যা মাদকের অর্থে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বোঝাতে ব্যবহৃত হয়।
গত শনিবার প্রশাসন মাদুরোকে আটক করার পর বিচার বিভাগ একটি সংশোধিত অভিযোগপত্র প্রকাশ করে, যেখানে কার্যত এই বিষয়টি স্বীকার করে নেওয়া হয়।





