দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বলিভিয়া

পুলিশ  ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের সংঘর্ষ
পুলিশ ও শ্রমিক ইউনিয়নের সদস্যদের সংঘর্ষ | ছবি: রয়টার্স
0

বলিভিয়ায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় দেশটির শ্রমিক ইউনিয়নের সদস্যরা। বলিভিয়ার প্রশাসনিক রাজধানীতে জ্বালানি খাতে ভর্তুকি, পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভে নামে তারা।

শ্রমিক ইউনিয়নের সদস্যদের বিক্ষোভে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

আরও পড়ুন:

মিছিল নিয়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদ ও কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হলে, তাদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। আন্দোলনে অংশ নেয়া বেশিরভাগই খনি ও বিভিন্ন কারখানার শ্রমিক।

এফএস