জাপানের কাশিওয়াজাকি-কারিওয়া বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হিসেবে পরিচিত। টোকিও থেকে ২শ’ ২০ কিলোমিটার উত্তরপূর্বের নিগাতায় অবস্থিত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির আয়তন ৪২ লাখ বর্গমিটার বা ৪শ’ ২০ হেক্টর।
আরও পড়ুন:
বিদ্যুৎ কেন্দ্রটিতে মোট ৭টি পরমাণু চুল্লি রয়েছে। যেখানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৮ দশমিক ২ মেগাবাইট। ২০১১ সালে বড় মাত্রার এক ভূমিকম্প ও সুনামির জেরে জপানের ফুকোশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের মোট ৫৪টি চুল্লি বিধ্বস্ত হয়েছিল।





