ট্রাম্পের আকাশসীমা বন্ধের ঘোষণাকে উপনিবেশবাদী হুমকি আখ্যা

ডোনাল্ড ট্রাম্প, নিকোলাস মাদুরো
ডোনাল্ড ট্রাম্প, নিকোলাস মাদুরো | ছবি: সংগৃহীত
0

ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধে ট্রাম্পের ঘোষণাকে উপনিবেশবাদী হুমকি বলছে দেশটির সরকার। এরই মধ্যে ভেনেজুয়েলার আকাশ এড়িয়ে চলছে বেসামরিক বিমানগুলো। এ ঘটনায় ক্ষুব্ধ দেশটির সাধারণ জনগণ। আর একে ইরাক যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন অনেকে।

ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্কের টানাপোড়েনে যুদ্ধের দামামা যখন তুঙ্গে তখন দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকো ও ত্রিনিদাদ-টোবাগোর রাজধানী পোর্ট অব স্পেনে সামরিক যানের বহর সাজিয়েছে যুক্তরাষ্ট্র। একের পর এক সমরযান যুক্ত হচ্ছে মার্কিন এই বহরে। এরইমধ্যে ভেনেজুয়েলায় আশপাশে ১৫ হাজার সেনা ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতয়েন করেছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে, ১৯৮৯ সালে পানামা অভিযানের পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সংখ্যক সামরিক শক্তি মোতায়েনের ঘটনা।

ভেনেজুয়েলার মাদক নিয়ন্ত্রণের নামে গেলো কয়েক মাস ধরেই দেশটির ওপর চড়াও হয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। ক্যারিবীয় সাগরে কারাকাসের অন্তত ২০টি মাদকবাহী জাহাজ ও সাবমেরিন ধ্বংসের দাবি করে ওয়াশিংটন।

এক পর্যায়ে ভেনেজুয়েলার অভ্যন্তরে হস্তক্ষেপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেই কথা সেই কাজ। এবার ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এয়ারলাইন্স, পাইলট, মাদক ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশ এড়িয়ে যেতে বলা হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত জানায়নি হোয়াইট হাউস।

আরও পড়ুন:

এতে বেশ নেতিবাচক প্রভাব পড়েছে ভেনেজুয়েলার বিমানবন্দরগুলোতে। ফ্লাইট ট্রাকিং প্লাটফর্ম ফ্লাইট রাডার টোয়েন্টি ফোরে প্রকাশিত চিত্র দেখা যায়, ট্রাম্পের এ ঘোষণার পর বেশিরভাগ বেসামরিক বিমান ভেনেজুয়েলার আকাশ এড়িয়ে চলছে। এরইমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির ৬ বিমানবন্দর। ট্রাম্পের এমন আগ্রাসনে ক্ষুব্ধ দেশটির সাধারণ নাগরিকরা।

ভেনেজুয়েলার নাগরিকরা বলেন, ‘বিষয়টি মোটেও ঠিক হচ্ছে না। অনেককেই তাদের কাজ ও ব্যবসার জন্য এমনকি পরিবারের প্রয়োজনে দেশের বাইরে ভ্রমণ করতে হয়। এই পরিনতির ভুক্তভোগী সাধারণ জনগণ। অনেকেই দেশের বাইরে থাকেন। যারা পরিবারের সঙ্গে বড়দিন উদযাপনে এখানে আসার কথা।’

আন্তর্জাতিক আইন অমান্য করে সার্বভৌম দেশের আকাশসীমা বন্ধে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে 'উপনিবেশবাদী হুমকি' বলছে ভেনেজুয়েলা সরকার। জাতিসংঘে নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা সরকার। মার্কিন সরকার কারাকাসের ওপর আগ্রাসন চালাতে চাইছে বলে দাবি তাদের।

ইরাক যুদ্ধের আগে ১৯৮০-এর দশকের শেষ দিকে শুরু করে নব্বইয়ের দশকজুড়ে এবং ২০০৩ সালের ইরাকের আকাশসীমা বন্ধ রেখেছিলো যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলাতেই কী একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে কি-না তাই এখন খতিয়ে দেখছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জাভেদ আলী বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর থেকে বিশ্বে যে ধরনের সংকট যেমন-রাশিয়া-ইউক্রেন, চীনা বাণিজ্য, সম্পূরক শুল্ক, কূটনৈতিক বিধিনিষেধ চলছে, ভেনেজুয়েলা এর থেকে পুরোই আলাদা। ক্যারিবীয় সাগরে ও লাতিন আমেরিকা ঘিরে যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। যা সামরিক অভিযানের হুমকি ছাড়া আর কিছুই নয়।’

মাদক নির্মূলের নামে ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের আগ্রাসনের অন্যতম কারণ হিসেবে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশত্যাগে বাধ্য করাকেই দেখছেন অনেকে।

ইএ