গাজা যুদ্ধবিরতির অস্তিত্ব শুধু কাগজে কলমে। যুদ্ধবিরতির ছয় সপ্তাহে এসে উপত্যকাটির লাখ লাখ মানুষ যখন ব্যস্ত তাদের মৌলিক চাহিদাগুলো মেটাতে, তখনও তাদের ওপর নানা অজুহাতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। সোমবারও উপত্যকাতে ঝরেছে নতুন প্রাণ। তথাকথিত ইয়েলো লাইনের ভেতরে ঢুকেও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এতে গাজাজুড়ে নতুন করে বাড়ছে আতঙ্ক। ট্রাম্পের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চালাচ্ছে ইসরাইলি সৈন্যরা।
এদিকে, যুদ্ধবিরতির পরও পশ্চিম তীরে সহিংসতা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা।
জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ফু কং বলেন, ‘পশ্চিম তীরে উত্তেজনা প্রশমনের দাবি এখন তীব্র। সহিংসতা অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলেছে। গত মাসে জাতিসংঘের তথ্যানুসারে, অধিকৃত অঞ্চলটিতে ২৬০টিরও বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। বসতি স্থাপন কার্যক্রম জাতিসংঘের আইন পরিপন্থি। অবিলম্বে ইসরাইলকে জাতিসংঘের আইন মেনে পশ্চিম তীরে বসতি স্থাপন না করার আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন:
জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেরোম বোনাফোন্ট বলেন, ‘পশ্চিম তীরে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হওয়ায় আমরা উদ্বিগ্ন। সম্প্রতি অঞ্চলটিতে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার জন্য তেল আবিব ইসরাইলি বাহিনীকে যে নির্দেশ দিয়েছে তার বিরোধিতা করে ফ্রান্স।’
তবে বৈঠকে অংশ নিয়ে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত জানান, হামাস পূর্ণ অস্ত্র সমর্পণ না করলে গাজায় টেকসই শান্তি নিশ্চিত সম্ভব নয়। অন্যদিকে, যুদ্ধবিরতির পরও গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত থাকায় ইসরাইলের নিন্দা করেন ফিলিস্তিনের প্রতিনিধি।
যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই গাজায় ত্রাণ কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ইসরাইলি মদদপুষ্ট বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। উপত্যকাতে সংঘাতের সময় অন্যান্য মানবাধিকার সংগঠনের ওপর ত্রাণ সামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকলেও; কার্যক্রম চালু রাখার অনুমতি পেয়েছিল সংস্থাটি। তবে মানবিক সংস্থার আড়ালে সংঘাতজুড়ে মৃত্যফাঁদে পরিণত হয়েছে জিএইচএফ। অসংখ্য ফিলিস্তিনি সংস্থাটির ত্রাণ কার্যক্রম নিতে গিয়ে ইসরাইলি হামলায় প্রাণ হারান।
অন্যদিকে, সোমবার হামাস সংশ্লিষ্টতার অভিযোগে মিশর, লেবানন এবং জর্ডানের মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।





