রাশিয়ার দু'টি ট্যাঙ্ক, দু'টি বিমানবিধ্বংসী ব্যবস্থা ও ১৭টি দূরপাল্লার যুদ্ধাস্ত্র ধ্বংসেরও দাবি ইউক্রেনের। এ বিষয়ে কিছু জানায়নি রাশিয়া। তবে ইউক্রেনের খারকিভে রাশিয়ার হামলায় প্রাণ গেছে কমপক্ষে তিনজনের, আহত হয়েছে আরও ১০ জন।
একই রাতে ইউক্রেন থেকে ছোঁড়া ৩৬টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী। এদিকে, গ্রিস থেকে জ্বালানি সরবরাহের চুক্তি নিশ্চিতের পর ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।





