শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ, সামরিক বিমানবন্দর ও গোয়েন্দা বিভাগের যোগাযোগ কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহে হামলা চালিয়েছে মস্কো। অব্যাহত আছে আগ্রাসী স্থল অভিযানও।
আরও পড়ুন:
একইদিনে রাশিয়ার রায়াজান তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন, যেখানে দিনে ৮৪ টন সামরিক জ্বালানি উৎপাদন হতো। এদিকে, আবারও বন্দি-বিনিময়ে দুই দেশ সম্মত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। ছাড়া পাওয়ার অপেক্ষা ১২০০ ইউক্রেনীয় বন্দি। এ বিষয়ে কিছু জানায়নি রাশিয়া।





