ইংল্যান্ডের ছোট গ্রাম অক্সফোর্ডশায়ারে গড়ে উঠেছে অবৈধ বর্জ্যের পাহাড়

অবৈধ বর্জ্য পাহাড়
অবৈধ বর্জ্য পাহাড় | ছবি: সংগৃহীত
0

ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের একটি ছোট গ্রাম রূপ নিয়েছে ময়লার ভাগাড়ে। স্তূপ জমতে জমতে পরিণত হয়েছে অবৈধ বর্জ্য পাহাড়ে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর, প্রায় দেড়শো মিটার দীর্ঘ ও ছয় মিটার উঁচু ময়লার স্তূপটির খোঁজ মিলেছে অক্সফোর্ডের উপকণ্ঠে, একটি নদীর কাছে, ব্যস্ত সড়কের ধারে।

আরও পড়ুন:

ভয়াবহ এ বর্জ্য অব্যবস্থাপনার ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী।

প্রকৃতিপ্রেমী মানুষের হাঁটার জায়গা ছিল এলাকাটি। ময়লা পরিষ্কারে সরকারি সহায়তা চেয়েছেন স্থানীয় রাজনীতিবিদরা।

সেজু