শনিবার (১৫ নভেম্বর) হাজার হাজার বিক্ষোভকারী এঞ্জেল অব ইন্ডিপেনডেন্স স্মৃতিস্তম্ভ থেকে যাত্রা শুরু করে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজধানীর প্রধান স্কয়ারে প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউমের বাসভবনের সামনে জড়ো হয়।
এসময় মুখোশধারী বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে কাঁদানে গ্যাস ও স্মোক বোমা ছোঁড়ে পুলিশ।
আরও পড়ুন:
উরুপানের মেয়র হত্যাসহ সুনির্দিষ্ট কিছু সহিংস ঘটনার প্রতিবাদে এই বিক্ষোভের সূচনা করে মেক্সিকোর জেন-জিরা।
এরপর ধীরে ধীরে তা গণমানুষের বিক্ষোভে পরিণত হয়েছে। সহিংসতা ছাড়াও সাধারণের অভিযোগের তালিকায় যোগ হয়েছে সরকারের বিভিন্ন স্তরে দুর্নীতি আর অনিয়ম।





