মস্কোর মেট্রো স্টেশনে নতুন সংযোজন ‘শব্দ প্রতিরোধী বুথ’

মস্কোর রেল স্টেশন ও ইনসেটে শব্দ প্রতিরোধী ফোন বুথ
মস্কোর রেল স্টেশন ও ইনসেটে শব্দ প্রতিরোধী ফোন বুথ | ছবি: সংগৃহীত
0

মেট্রো স্টেশনে অভিনব এক পদ্ধতি চালু করলো রাশিয়া। মস্কোর মেট্রো স্টেশনে বসানো হয়েছে ‘শব্দ প্রতিরোধী বুথ’। যেখানে কোলাহল এড়িয়ে জরুরি মুহূর্তে মুঠোফোনে কথা বলতে পারবেন যাত্রীরা।

রাশিয়ার রাজধানী মস্কোর প্রায় সমগ্র এলাকা জুড়ে বিস্তৃত পাতাল ট্রেন ব্যবস্থা। বিশ্বের ব্যস্ততম এই মেট্রো পরিষেবা চালু হয় ১৯৩৫ সালে। মস্কো মেট্রো শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়, এক বিশাল স্থাপত্যের চমক।

রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি দ্রুত যাতায়াত সুবিধা ও সময় বাঁচায় এই মেট্রো। মস্কো মেট্রোর রয়েছে ১৫টি লাইন। যার মধ্যে ১৪টি স্ট্যান্ডার্ড লাইন এবং রয়েছে দুটি সার্কেল লাইন। প্রায় ৪৭১ কিলোমিটার ট্র্যাকে রয়েছে ২৭১টি স্টেশন।

এবার মেট্রোর যাত্রীদের সুবিধার্থে অভিনব এক বুথ চালু করেছে মস্কো মেট্রো কর্তৃপক্ষ। মস্কোর দুটি ব্যস্ত স্টেশনে স্থাপন করা হয়েছে শব্দ-প্রতিরোধী বুথ। কোন যাত্রীর কল আসলে মেট্রোর শব্দ ও কোলাহল এড়িয়ে সেই বুথে গিয়ে নীরবে কথা বলতে পারবেন মুঠোফোন। অভিনব এই উদ্যোগ সাড়া ফেলেছে যাত্রীদের মাঝে।

এক অধিবাসী ফোনকলে বলছিলেন, দাঁড়াও, আমি তোমার কথা বুঝতে পারছি না। আমি বুথে প্রবেশ করবো, আমি তোমাকে সেখানে আরও ভালোভাবে শুনতে পাব। আমি এখন তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি প্রায় ২০ বা ৩০ মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছে যাবো।

তিনি বলেন, বুথগুলো পরিষ্কার এবং আরামদায়ক। এটি সত্যিই দরকারি জিনিস, বিশেষ করে যারা সর্বদা কাজ করেন এবং এমনকি ল্যাপটপে ব্যস্ত থাকেন। মাঝে মাঝে আমি বুথে এসেই কাজ করি। এটি একটি ভালো সুযোগ।

আরেকজন বলেন, ‘এখানে কথা বলার পাশাপাশি বিশ্রামও নিতে পারবে, ফোনে কথা বলতে পারবে। মস্কো মেট্রোতে অনেক লোক থাকে, তাই মাঝে মাঝে গুরুত্বপূর্ণ কিছু করার জন্য কয়েক মিনিট নীরবতা প্রয়োজন। বুথে একটি ওয়্যারলেস চার্জিংও আছে। আমি মনে করি এটি খুব জনপ্রিয় হতে পারে।’

অন্য একজন বলেন, ‘আমি এ ধরণের উদ্ভাবন পছন্দ করি। যদি আমি ভুল না করি, লন্ডন বা টোকিওতে এর মতো কিছুই নেই। কিন্তু মস্কোতে, আমাদের এটি আছে এবং এটি দুর্দান্ত।’

মেট্রোর এ বুথ ব্যবহারে স্মার্টফোন অ্যাপের মাধ্যমে আগেও বুকিং দিতে পারবেন যাত্রীরা। পাশাপাশি থাকছে মোবাইল চার্জ ও রিচার্জ করার সুবিধা। আপাতত দুটি স্টেশনে এই বুথ স্থাপন করা হলে পর্যায়ক্রমে রাশিয়ার অন্যান্য মেট্রো স্টেশনেও শব্দ প্রতিরোধী বুথ স্থাপনের পরিকল্পনা করছে রুশ কর্তৃপক্ষ।

এএইচ