২০০৫ থেকে একটানা ২০ বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রীর পদ ধরে রেখেছেন ভারতের বলিষ্ঠ নেতা নীতিশ কুমার। বিধানসভা নির্বাচনে দেশটির অন্যান্য রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও, এক প্রকার লড়াই ছাড়াই বিহারের মসনদ ধরে রাখতে যাচ্ছে তার জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স- এনডিএ।
আরও পড়ুন:
বুধফেরত জরিপকে সত্য প্রমাণ করে বিহারের বিধানসভা নির্বাচনে এবারও এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। যাদের অন্যান্য শরীকদল- জেডিইই, লোক জনশক্তি পার্টি রামবিলাস, হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা। এদের নিকটতম প্রতিদ্বন্দ্বী তেজস্বী যাদবের জোট- মহাগঠবন্ধনও ভরাডুবির পথে।
২৪৩ আসন বিশিষ্ট বিহারের বিধানসভায় সরকার গঠনে প্রয়োজন ১২২ টি আসন। এরইমধ্যে এনডিএর দখলে রয়েছে প্রয়োজনের চেয়ে বেশি আসন। অপরদিকে মহাগঠবন্ধনের আসন সংখ্যা দুই অঙ্কেই থেমে যাবে বলে দাবি এনডিএ নেতাদের। আর স্বতন্ত্র দলগুলোর অবস্থা আরও নাজুক। যদিও মঙ্গলবার দ্বিতীয় ও শেষ দফায় বুথফেরত জরিপে এ ধরণের পূর্বাভাসই ছিলো।
গেল ৬ নভেম্বর প্রথম দফায় বিহারের ১৮টি জেলার ১২১টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় ভোট পড়ে ৬৫.০৮ শতাংশ। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেবে, মঙ্গলবার দ্বিতীয় দফায় ২০টি জেলার ১২২টি বিধানসভা আসনে ভোটের হার ঠেকেছে ৬৭ শতাংশ। বিহারের লোকসভা-বিধানসভা ভোটের ইতিহাসে যা রেকর্ড।





